‘রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন জন্ম নিচ্ছে ৬০ শিশু’

Post Image

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন ৬০টি শিশু জন্মগ্রহণ করছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ।

বুধবার প্রকাশিত ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ১৬ হাজারেরও অধিক শিশু জন্ম নিয়েছে। যার মধ্যে মাত্র তিন হাজার শিশুকে স্বাস্থ্যসেবার আওতায় আনা হয়েছে।

গত মার্চে জাতিসংঘ থেকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৯৫১মিলিয়ন ডলার সহায়তার জন্য বরাদ্দ করা হলেও এখন পর্যন্ত এর মাত্র ২০ শতাংশ অর্থ পেয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি দলের প্রধান এডওয়ার্ড বিজবেডার বলেন, মিয়ানমারের সেনাবাহিনীর সহিংসতা, অত্যাচার ও নিপীড়ন সহ্য করা মায়েদের কোলে প্রতিদিন ৬০টি শিশু জন্ম নিচ্ছে।

এডওয়ার্ড আরো বলেন, যৌন সহিংসতার কারণে ইতিমধ্যেই জন্ম নেওয়া বা জন্মগ্রহণ হতে যাওয়া শিশুদের প্রকৃত সংখ্যা জানা অসম্ভব। তবে প্রতিটি নবজাতক ও গর্ভবতী নারীকে প্রয়োজনীয় সব সাহায্য প্রদান করা অত্যাবশ্যক।

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি ক্যাম্পে আশ্রয় নিয়েছে।গত এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রোহিঙ্গাদের এ ক্যাম্পগুলো পরিদর্শনে যান।

গত বছরের ২৪ আগস্টে মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর নেতৃত্ব নির্যাতন শুরুর পর এখন পর্যন্ত বাংলাদেশে পালিয়ে এসেছে অন্তত ৬ লাখ ৮০ হাজার রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু।